ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজ শ্রম ও অর্থে ব্রিজ নির্মাণ করছেন কৃষক

প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৯ মে ২০১৬

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাকুরীকান্দা গ্রামে নিজস্ব অর্থায়ন ও পরিবারের সদস্যদের শ্রমের দ্বারা তার বাড়িতে সামনে ব্রিজ নির্মাণ কাজ শুরু করেছেন মো. জাকের প্রামাণিক নামে এক কৃষক।

প্রায় ৩০ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া এ ব্রিজ নির্মাণ কাজ তিনি শুরু করেছেন অনেক আগেই। মাঝখানে আর্থিক সঙ্কটের কারণে কাজ থেমে থাকে। সংসারের টাকা বাঁচিয়ে জাকের প্রামাণিক তার ছেলেদের নিয়ে ব্রিজটি নির্মাণ করছেন।

ইতোমধ্যে বেশকটি কলামসহ উপরের অনেক অংশ ঢালায়ের কাজ শেষ হয়েছে। ব্রিজটি তৈরি হলে আশপাশের এলাকার কৃষক সহজেই তাদের কৃষি পণ্য আনা নেওয়া করতে পারবে।

Rajbari-Jaker-Pramanik

ব্রিজটির নির্মাণ কাজ শুরুর আগে মাটি পরীক্ষা বা কোনো প্রকৌশলীর পরামর্শ না নিয়েই স্থানীয় রাজমিস্ত্রির সহযোগিতায় কাজটি শুরু করেছেন জাকের প্রামাণিক।

জাকের প্রামাণিকের ছেলে সোহেল প্রামাণিক জানান, ব্রিজ তৈরির কাজটি তারা সবাই মিলে করছেন। এতে যাবতীয় খরচ তাদের। রড, সিমেন্ট, বালু, কাঠ, ইট, বাঁশ ইত্যাদি প্রয়োজনীয় জিনিস কিনে নিজেরাই তৈরি করছেন ব্রিজটি।

প্রতিবেশী আবুল শেখ জানান, এই ব্রিজটি করার জন্য অনেক বার এলাকার মেম্বার ও চেয়ারম্যানকে বলা হয়েছে। কিন্তু তারা করে নাই। তাই বাধ্য হয়ে জাকের প্রামাণিক নিজেই এ ব্রিজটির কাজ শুরু করেছে। ব্রিজটি করতে অনেক টাকার প্রয়োজন। তার পক্ষে এতো টাকা খরচ করা সম্ভব না। সরকারের সহযোগিতার দরকার।

Jaker-Pramanik

ব্রিজ তৈরির উদ্যোগতা জাকের প্রামাণিক জানান, তিনি খেঁটে খাওয়া কৃষক মানুষ। তার এমন কোনো আয়ের উৎস নেই যে তিনি ব্রিজ তৈরি করবেন। কিন্তু তার বাড়িতে যেতে হলে রাস্তার পাশে থাকা জোলা পারি দিয়ে যেতে হয়। শুকনো মৌসুমে নিচ দিয়ে আসা যাওয়া করা গেলেও বর্ষা মৌসুমে পড়তে হয় বিপদে। তাই এ জোলার উপরে একটি কালর্ভাট বা ছোট একটি ব্রিজ তৈরি করে দেবার জন্য অনেক বার স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে গিয়েছি। তারা প্রতি বারই একই কথা বলেছে, একটি দুটি বাড়ির জন্য ব্রিজ তৈরি করা যাবে না। তাই শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে ব্যক্তিগত অর্থায়ন ও শ্রম দিয়ে ব্রিজটি তৈরির কাজ শুরু করেছেন।

ব্রিজটির কাজ সম্পূর্ণ করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারের সহযোগিতা কামনা করেন জাকের প্রামাণিক।

রুবেলুর রহমান/এমএএস/পিআর