ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ত্রিপুরা ন্যাশনাল পার্টির তিন সদস্য অস্ত্রসহ আটক

প্রকাশিত: ০২:৪৬ এএম, ১১ মে ২০১৬

বান্দরবানে চারটি আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে থানচি উপজেলার বাবুপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বীরেন্দ্র ত্রিপুরা (৩০), হাবল ত্রিপুরা (২৫) ও হরিশচন্দ্র ত্রিপুরা (৩৮)। তারা ত্রিপুরা ন্যাশনাল পার্টির সশস্ত্র সদস্য বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বান্দরবানের থানচি উপজেলার বাবুপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৪টি অস্ত্রসহ ৩ ত্রিপুরাবাসীকে আটক করে। তাদের কাছ থেকে ৪টি দেশীয় তৈরি এলজি রাইফেল উদ্ধার করা হয়। পরে রাতেই তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সৈকত দাশ/এসএস/এমএস

আরও পড়ুন