ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৪

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এ সরকারের আমলেই দেশটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে।

বুধবার সন্ধায় ভোলার বাংলা বাজারে অগ্রণী ব্যাংক’র ৯১৫ তম শাখা  উদ্বোধনকালে প্রধান অতিথির বতৃতায় তিনি এ কথা বলেন।

উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, দারিদ্র বিমচনে সরকারের পাশাপাশি ব্যাংকগুলো অগ্রণী ভূমিকা পালন করছে।

মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু অর্থনৈতিকমুক্তির যে স্বপ্ন দেখেছেন তার শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, লক্ষীপুর-৩ আসনের সাংসদ একেএম শাজাহানসহ জেলা প্রশাসন ও ব্যাংকের উধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন বাণিজ্যমন্ত্রী সদর উপজেলার ভেদুরিয়া, ভেলুমিয়া ও ইলিশা ইউনিয়নের ৩ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।