ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভেড়ামারায় যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:১৫ এএম, ১১ মে ২০১৬

কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া প্রেমের জের ধরে জিন্নাত আলী (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বুধবার সকালে ভেড়ামারা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত জিন্নাত আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ইসলামপুর পদ্মার চর এলাকার ফজলুল হক ড্রাইভারের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার বাবলুর স্ত্রী সাবিনা খাতুনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন দিনমজুর জিন্নাত আলী। এনিয়ে এলাকায় মুখোরোচক গুঞ্জনও ছিল। মঙ্গলবার রাত ১টার দিকে জিন্নাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে একদল দুর্বৃত্ত। পরে তার মৃত্যু নিশ্চিত করে তাকে মাঠের মধ্যে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে স্থানীয়রা ভোরে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, পরকীয়ার জের ধরেই যুবক জিন্নাত আলীকে হত্যা করা হয়েছে। তার পা এবং গলা ছাড়াও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহৃ রয়েছে।

আসামিদের চিহিৃত করে আটকের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

আল-মামুন সাগর/এফএ/আরআইপি

আরও পড়ুন