ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে হাজতে ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৮:৩০ এএম, ১১ মে ২০১৬

সিরাজগঞ্জের কামারখন্দ থানা হাজতে বাবু মিয়া (৩৬) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বাবু মিয়া উপজেলার জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি কবরস্থান পাড়ার মৃত মুজা মিয়ার ছেলে।

পুলিশের দাবি করছে, নিহত বাবু আত্মহত্যা করেছে। তবে পরিবারের লোকজন এ মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, মঙ্গলবার সকালে বাবুসহ ৩ জনের বিরুদ্ধে থানায় চুরির মামলা হয়। মঙ্গলবার দুপুরে বাবুকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে পুলিশ অপর ২জনকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। সন্ধ্যার পর তাকে থানায় এনে হাজতে রাখে পুলিশ। বুধবার ভোরে হাজত খানার ভেতরের বাথরুমের গ্রিলের রডের সঙ্গে নিজের পরনের গেঞ্জি পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাতিজা লিটন মিয়া জানান, পুলিশ হেফাজতে তার চাচা মারা যাওয়ার পর নিহতের মরদেহ গ্রহণের জন্য পুলিশ বুধবার সকালে তার স্বজনদের থানায় ডেকে পাঠায়। সংবাদ পেয়ে নিহতের বড় ভাই আব্দুল জলিল হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। নিহতের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কিভাবে তার চাচার মৃত্যু হয়েছে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি তার পরিবার।   

এদিকে, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও কামারখন্দ থানা পরিদর্শন করেছেন।

বাদল ভৌমিক/এসএস/আরআইপি

আরও পড়ুন