ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে প্রাইম ব্যাংকে আগুন : লেনদেন বন্ধ

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১১ মে ২০১৬

প্রাইম ব্যাংকের দিনাজপুর শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি কম্পিউটারসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটলে বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকে।
 
মঙ্গলবার রাত ১টার দিকে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
 
ব্যাংক কর্মকর্তারা জানান, আগুন ভোল্ট পর্যন্ত পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে এসে যায়। ব্যাংকের ঋণ শাখার পুরো স্পেসটি পুড়ে গেছে। সেখানে থাকা কয়েকটি কম্পিউটার ও কাগজপত্রসহ পরিমাণ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নুর হাসান জানান, রাত ১টার দিকে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। ব্যাংক ভবনটি ফায়ার সার্ভিসের পাশেই হওয়ায় ফায়ার সার্ভিস সদস্যরাই প্রথম ব্যাংকের জানালায় আগুন দেখতে পায়। এরপর তারা আগুন নেভাতে দ্রুত কাজ শুরু করে এবং এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে কম্পিউটারসহ সব আসবাবপত্র পুড়ে যায়। কিন্তু ব্যাংকের ভোল্টের কোনো ক্ষতি হয়নি।

এমদাদুল হক মিলন/এমএএস/এবিএস