ঝিনাইদহে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে আহত ৪
ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসী ইমরান হোসেন সোনার (৪৫) সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুবর্ণস্বরা গ্রামে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসী সোনাকে আটক করার জন্য কালীগঞ্জ উপজেলার সুবর্ণস্বরা গ্রামে পুলিশ অভিযান চালানো হয়। এসময় তাদের উপর হামলা চালানো হয়। হামলায় কালীগঞ্জ থানার এসআই আশরাফুল আলম, কনস্টেবল জাহিদুল ইসলাম ও বিপ্লব হোসেনসহ সন্ত্রাসী সোনা আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে। সন্ত্রাসী সোনা সুবর্ণস্বরা গ্রামের মাওলা বক্সের ছেলে। আটক সোনা ও পুলিশ সদস্যরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহমেদ নাসিম আনসারী/এআরএ/আরআইপি