ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা

প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৪ মে ২০১৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মং শৈ উ চাক (৬০) নামে এক বৌদ্ধ ভিক্ষুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার গভীর রাতে উপজেলার বাইশারি ইউনিয়নে উপচাক পাড়া এলাকায় ভিক্ষুর নিজ উপসনালয়ে এ ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বাইশারি ইউনিয়নের উপচাক পাড়া এলাকায় ভিক্ষুর নিজ উপসনালয়ে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তার ছেলের বৌ খাবার দিতে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর জবাই করা মরদেহ দেখতে পায়। গত দু`বছর ধরে তিনি উপচাকপাড়া বৌদ্ধ মন্দিরে উপসনায় নিয়োজিত আছেন।

Bandarban

ঘটনার সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার কাজী আহসান জানান, কে বা কারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তা এখনও জানা যায় নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সৈকত দাশ/এসএস/এমএস

আরও পড়ুন