নেত্রকোনায় মাইক্রো চাপায় শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
নেত্রকোনার বারহাট্রায় মাইক্রোবাস চাপায় রাত্রি বর্মণ (৩) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার এলাকার চরকামারুপা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাত্রি বর্মণ চরকামারুপা গ্রামের সন্দীপ বর্মণের শিশু কন্যা।
বারহাট্রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জাগো নিউজকে জানান, ফকিরের বাজার থেকে একটি মাইক্রোবাস নেত্রকোনা যাওয়ার উদ্দ্যেশে রওনা হয়ে চরকামারুপা গেলে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা রাত্রি বর্মণ গাড়ি দেখে দৌড় দেয়। এ সময় গাড়ি চাপায় গুরুতর আহত হয় রাত্রি। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি আরও জানান, ঘাতক মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে।
কামাল হোসাইন/এসএস/আরআইপি