ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আফ্রিকায় নিহত পুলিশ কনস্টেবলের একজনের বাড়ি শেরপুরে

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৬ মে ২০১৬

আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত দুজন বাংলাদেশি পুলিশ মারা গেছে। দুজনের মধ্যে একজন পুলিশের কনস্টেবল ছামিদুল ইসলামের (৩২) বাড়ি শেরপুর সদর উপজেলার ঘুঘরা কান্দি ইউনিয়নের বেতমারি গ্রামে।

রোববার বিকেলে কর্মরত থাকা অবস্থায় মালিতে ঝড়ের কবলে পড়ে গুরুতর আহত হন ছামিদুল। আহত অবস্থায় তাকে মালির বামাকো হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। গতকাল (রোববার) রাতে প্রথমে ছামিদুলের সঙ্গে কর্মরত এক পুলিশ বন্ধুর ফেসবুকে পরে ময়মনসিংহ পুলিশের মাধ্যমে পরিবার জানতে পারে।

এ খবর জানার পর রাত থেকেই ছামিদুলে পরিবার আত্মীয় স্বজনের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। মা-বাবা স্ত্রী ও দুই সন্তান বাবার মৃত্যু শোকে বারবার মূর্চ্ছা যাচ্ছে। গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।   

পারিবারিক সূত্র জানিয়েছে, ছামিদুল ওই এলাকার কৃষক জালাল উদ্দিনের ছেলে। সে বিবাহিত ও ২ ছেলে মেয়ের জনক। বড় ছেলে সৌরভ তৃতীয় শ্রেণির ছাত্র। মেয়ে শ্রাবন্তরি বয়স দুই বছর। গত ৩ মে রাতে বাংলাদেশ থেকে মালিতে জাতিসংঘের শান্তি মিশনের উদ্দেশ্যে রওনা হন তিনি। শান্তি মিশনে যোগদান করার পর রোববার ঝড়ে আক্রান্ত হয়ে ছামিদুল মারা যায়। সে সর্বশেষ ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিল।

ময়মনসিংহ বিভাগের ডিআইজি চৌধুরি আব্দুল্লা আল মামুন শোক প্রকাশ ও খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দেশে নিয়ে আসার জন্য পুলিশ সদর দফতর থেকে জাতিসংঘে যোগাযোগ করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব লাশ বাংলাদেশে এনে পারিবারের কাছে হস্তান্তর করা হবে।

হাকিম বাবুল/ এমএএস/পিআর