ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে দিনব্যাপী পিঠা উৎসব

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫

যশোরের শার্শায় দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পিঠার স্বাদ নিতে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ভিড় জমান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা মহিলা অধিদপ্তরের সামনে যশোর স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান এর উদ্বোধন করেন। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করেন।

যশোরে দিনব্যাপী পিঠা উৎসব

উৎসবে জামাইবরণ, জিরা, পাটিসাপটা ও তাল পিঠাসহ গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় হরেক রকমের পিঠা নিয়ে অর্ধশতাধিক স্টল বসে। এছাড়া খেজুর রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া দেখানো হয়।

এসময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জামাল হোসেন/এসআর/জিকেএস