চাঁদপুর সদর ও হাইমচরের ১১ চেয়ারম্যান ও ৯৬ মেম্বারের শপথ গ্রহণ
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১১ চেয়ারম্যন ও সদর উপজেলার ৯৬জন মেম্বারকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১টায় সদর উপজেলার ৮ ও হাইমচর উপজেলার ৩জনসহ মোট ১১জন নির্বাচিত চেয়রম্যানের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
শপথ গ্রহণ নেয়া চেয়ারমানরা হলেন : চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, ২নং আশিকাটি ইউনিয়ন বিল্লাল হোসেন পাটওয়ারী, ৪নং শাহমহম্মদপুরের স্বপন মাহমুদ, ৭নং তরপুরচন্ডি ইউনিয়নের ইমাম হাসান রাসেল গাজী, ৮নং বাগাদী ইউনিয়নের বেলায়েত হোসেন বিল্লাল, ১১নং ইব্রাহিমপুরের কাশেম খান, ১৩নং হানারচরের আব্দুর ছাত্তার রাঢ়ী, ১৪নং রাজরাজেশ্বরের হযরত আলী বেপারী, হ্ইাচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের মনির আহমেদ দুলাল পাটওয়ারী, ৪নং নীলকমল ইউনিয়নের সালাউদ্দিন আহমেদ সরদার ও ৫নং হাইমচর ইউনিয়নের শাহাদাত হোসেন সরকার।
চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ওহাহিদুজ্জান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮টি ইউনিয়ন পরিষদের ৯৬জন বিজয়ী মেম্বারদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।
শপথ গ্রহণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জান, ভাইস চেয়রম্যান অ্যাড. মো. শাহাজাহান মিয়া, অ্যাড. মনিরা চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি এমপির প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সেলিনা নাছরিন।
ইকরাম চৌধুরী/এসএইচএস/পিআর