সিদ্ধিরগঞ্জে গায়ে আগুন দিয়ে নারীর আত্মহত্যা
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাহানারা বেগম (৫০) নামের এক নারী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী ছিলেন। তিনি বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় ও পুলিশ জানায়, জাহানারা মানসিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার গভীর রাতে ওয়াশরুমে ঢুকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মামুন খালাসী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার জানিয়েছে ইতিপূর্বেও কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
মো. আকাশ/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈশ্বরদীতে ২০ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা
- ২ বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না: ডা. তাহের
- ৩ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন শেখ মুজিবুর রহমান
- ৪ মঞ্জুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের লিয়াকত
- ৫ কুড়িগ্রামের ৪ আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন, আসন ভাগাভাগি নিয়ে ধোঁয়াশা