টেকনাফে জমি থেকে ৫ কৃষককে অপহরণ
কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাশের ক্ষেতের জমিতে কাজ করার সময় স্থানীয় পাঁচ কৃষককে অপহরণ করেছে অস্ত্রধারী ডাকাতদল।
অপহৃতরা হলেন- টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাসান আলী, তায়েফ উল্লাহ, মো. ইউসুফ, মো. ফেরদৌস ও কফিল উদ্দিন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দিকে টেকনাফ বাহারছড়া চাকমা পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর মো. হুমায়ূন কবির।
তিনি জানান, বুধবার দুপুরে দিকে বাহারছড়া ৫ নম্বর ওয়ার্ড চাকমা পাড়া পাহাড়ের পাশে থাকা ক্ষেতের জমিতে স্থানীয় কৃষকরা কাজ করছিলেন। এসময় পাহাড়ি ডাকাতদল সেখান থেকে অস্ত্র ঠেকিয়ে ৫ কৃষককে অপহরণ করে পাহাড়ে ভেতরে নিয়ে যায়। এখনো অপহৃত কৃষকদের কোনো হদিস পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ সদস্যরা তাদের উদ্ধারে চেষ্টা করছে।
টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শোভন কুমার শাহা জানান, চাকমা পাড়া ক্ষেতের জমি থেকে ৫ কৃষক অপহরণের ঘটনাটি শুনলে স্থানীয়দের সহায়তায় পুলিশের টিম অপহৃতদের উদ্ধারে অভিযান পরিচালনা করে। তবে তাদের গভীর পাহাড়ে দিকে নিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।
জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম