সূচক পতনে লেনদেন শুরু
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় সকাল ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ১৯ লাখ টাকা।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৭টির দাম বেড়েছে, কমেছে ১০৩ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল ১১টার সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩ পয়েন্টে। সিএসইতে মোট ৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার। লেনদেন হয়েছে ৬ কোটি টাকা।