দুই কোম্পানির এজিএম সোমবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
সূত্র জানায়, জাহিনটেক্স ইন্ডাষ্ট্রিজের এজিএম বেলা ১১টায় গাজীপুর কুড়িবাড়ি বিশাই ওল্ড রিহ্যাবিলিটিশন সেন্টারে এবং খান ব্রাদার্সের এজিএম দুপুর ২টায় রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে।
এজিএম এ কোম্পানি দুটির সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।
এর আগে ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জাহিনটেক্স ১০ শতাংশ স্টক এবং খান ব্রাদার্স ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে।