ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

স্বর্ণের দাম কমেছে

প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৯ মে ২০১৬

টানা ক‌য়েক দফা বাড়ার পর এবার দে‌শের বাজা‌রে কমে‌ছে সব ধর‌নের সোনার দাম। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত ক‌মি‌য়ে নতুন দর নির্ধারণ ক‌রে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সারা দেশে সোনার নতুন এ দর আগামী মঙ্গলবার (৩১ মে) থেকে কার্যকর হবে ব‌লে বাজুস সূত্রে জানা গেছে।

gold

gold

বাজুস জানায়, নতুন দর অনুযায়ী ভরি প্রতি সোনায় সর্বনিম্ন ১ হাজার ৪৯ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ নতুন দর কার্যকর হওয়ার পর প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৭ টাকায়, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৬ টাকায় এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৬ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ২৬ হাজার ১২৭ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম পড়বে ১ হাজার ১০৮ টাকা।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫১৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনায় ১ হাজার ৪৯ টাকা কমেছে। এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৫৮ টাকা কমেছে।

ত‌বে আগামীকাল সোমবার (৩০ মে) পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪১৪ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৩১৪ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম সোমবার ২৭ হাজার ৫৮৫ টাকা থাকবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) ১ হাজার ১৬৬ টাকায় বিক্রি হবে।

চলতি বছর এ পর্যন্ত পাঁচ বার দেশের বাজারে বেড়েছে সোনার দাম। সর্বশেষ গত ৬ মে সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ২২৫ ‍টাকা বাড়ানো হয়েছিল। এর এক মাসের ব্যবধানে চলতি বছরে প্রথমবারের মতো কমানো হলো সোনার দাম।

বাজুস সভাপতি কাজী সিরাজুল ইসলাম জানান, আসলে আমাদের দেশে সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। দাম কমায় দেশের বাজারে সোনা বেচাকেনার পরিমান বাড়বে বলে আশা করেন তিনি।

এসআই/এসএইচএস/পিআর/এনএফ