ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

একনেকের সভায় ১১ প্রকল্পের অনুমোদন

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৪

একনেকের সভায় ৭ হাজার ১৭ কোটি টাকার মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোতে মোট ব্যয়ের ২ হাজার ১শ ৭৬ কোটি টাকা দিবে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ২৪ কোটি দেয়া হবে। এছাড়া প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৪ হাজার ৮শ ১৭ কোটি টাকা। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত মোট ১১টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ১০টি এবং সংশোধিত প্রকল্প ১টি রয়েছে। সভায় মন্ত্রী পরিষদের সদস্যগণসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, বাংলাদেশের গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে তিতাস ও নরসিংদী গ্যাসক্ষেত্রের গ্যাসের চাপ দিন দিন কমে আসছে। এর ফলে এ দুই গ্যাসফিল্ড থেকে গ্যাস উৎপাদন ও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দিন দিন কমে যাচ্ছে। গ্যাসের চাপ এভাবে কমতে থাকলে আগামী ৩ থেকে ৭ বছরের মধ্যে এ দুই গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিড লাইনের চাপের সাথে তাল মিলিয়ে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। এ সমস্যার সমাধান পেতে এদুই গ্যাসফিল্ডে মোট ৬টি ওয়েলহেড কম্প্রেসার স্থাপন করবে সরকার। ফলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে এবং উৎপাদন ও সরবরাহ বেড়ে যাবে। কম্প্রেসার স্থাপনের জন্যই ৮শ’৬৮ কোটি টাকার এ প্রকল্পটি একনেক অনমোদন করেছে।

এদিকে, গ্যাসের অপচয় ও সিস্টেম লসঠেকাতে এখন থেকে সব গ্যাস সংযোগ প্রি-পেইড মিটার ভিত্তিক করা হচ্ছে। আর এ সম্পর্কিত ন্যাচারাল গ্যাস এনার্জি এ্যফিসিয়েন্সি প্রকল্প নামে অপর একটি প্রকল্পের আজকের একনেক সভায় অনুমোদিত হয়েছে।

এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দু’ধাপে মোট ৬০,০০০ গৃহস্থালী প্রি-পেইড মিটার স্থাপন করা হবে। এতে করে গ্যাসের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।

একনেক’র সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ প্রকল্পের আওতায় চট্টগ্রামের গৃহস্থালীতে প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা হবে। পর্যায়ক্রমে সারাদেশব্যাপী সবক্ষেত্রেই প্রি-পেইড গ্যাস মিটার বসানো হবে।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৪৬ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৮১ কোটি টাকা, প্রকল্প সাহায্য হিসেবে ১৫৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১১ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড(কেজিডিসিএস) জুলাই ২০১৪ থেকে ডিসেম্বর ২০২০ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত করবে।

একনেক সভা পরবর্তী প্রেস ব্রিফিং এ পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল আরও বলেন, ‘গত শুক্রবারে ঘটে যাওয়া শিশু জিহাদের মর্মান্তিক ঘটনাটি আমাদের সবাইকে ব্যথিত করেছে। জিহাদের মর্মান্তিক মৃত্যু, রানা প্লাজা ধস আমাদের অনেক কিছুর সাথে এ শিক্ষা দেয় যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক করতে হবে। আমার মতে এ ধরণের অনাকাংখিত ঘটনা এড়ানো যায় যদি আমরা সবাই আরও সচেতন হই। যে ব্যক্তিরা এই শিশুকে উদ্ধারে এগিয়ে এসেছিলো আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’

মন্ত্রী বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদেরকে আনুষ্টানিকভাবে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া একনেক সভায় ইকনোমিক এমপাওয়ারমেন্ট অব দ্যা পুরেষ্ট ইন বাংলাদেশ (ইইপি)- ২য় সংশোধিত, দরংপুর বিভাগে মৎস্য উন্নয়ন’, ‘সোনাইমুড়ি, কালিগঞ্জ, আড়াইহাজার এবং মঠবাড়িয়া উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও হোস্টেল নির্মাণ’, ‘ব্রন্ড ব্যাংক স্থাপন (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।