ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ফুটপাতে শীতের কাপড়ের বিক্রি বেশি, দামও চড়া

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। শীতের এই দাপটে নগরজীবনে বেড়েছে গরম পোশাকের চাহিদা, আর তার সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর ফুটপাতের বাজারগুলোতে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বাড্ডা, মহাখালী, গুলশান, রামপুরাসহ বিভিন্ন এলাকার ফুটপাতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ছেলেরদের ও শিশুদের হরেক রকমের পোশাক বিক্রি হচ্ছে বেশি।

ফুটপাতের দোকানগুলোতে মানভেদে বড়দের শীতবস্ত্রের দাম ২০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের শীতবস্ত্র মিলছে ২০০ থেকে ২০০ টাকার মধ্যে। অনেকেই পরিবারের সদস্যদের জন্য একসঙ্গে একাধিক পোশাক কিনছেন।

বাড্ডা লিংক রোড ভ্যান নিয়ে বসেছেন রিপন নামের এক বিক্রেতা। প্যাডেড জ্যাকেট, সোয়েটার, মোটা গেঞ্জি, হুডি আছে তার দোকানে। এই বিক্রেতা জানান, ১৮০০-৩০০০ টাকায় বিক্রি হচ্ছে জ্যাকেট। এছাড়া ৩০০-১৫০০ টাকায় মিলছে সোয়েটার ও অন্যান্য গেঞ্জি।

ফুটপাতে শীতের কাপড়ের বিক্রি বেশি, দামও চড়া

তার দোকানের পাশে এক দাম দেড়শ দেড়শ করে হাক ডাক দিচ্ছিলেন এক বিক্রেতা। শীতের সোয়েটার ও গেঞ্জি বিক্রি করছিলেন তিনি। ওই ভ্যানে ও ছিল ক্রেতার ভিড়।

শামসুল আরেফিন বলেন, ১৫০০ টাকার নিচে কোনো জ্যাকেট নেই ফুটপাতে। তবে এটাও ঠিক খুঁজলে ফুটপাতে ভালো জিনিস পাওয়া যায়। লিংক রোড থেকে একটু এগুতেই হোসেন মার্কেট। এর দ্বিতীয় তলায় ৫-৬ টি পোশাকের দোকান, যদিও সন্ধ্যার পর সেগুলোতে ক্রেতার ভিড় চোখে পড়েনি। ওই মার্কেটের বিক্রেতা হামিদুজ্জামান বলে, শীতের পোশাক বিক্রি হচ্ছে। তবে যেই শীত পড়েছে সেই অনুযায়ী ক্রেতা নেই।

এর কারণ হিসেবে তিনি ফুটপাতকে দোষারোপ করলেন। তিনি বলেন, এখন অলি গলিতে ভ্যান। সেখানে বিক্রি হচ্ছে শীতের পোশাক। তাদের মান আর আমাদের মান একরকম না। আমরা সেকেন্ডহ্যান্ড পোশাক বিক্রি করি না। কিন্তু ফুটপাতে এক্সপোর্টের পোশাক বলে এগুলো বিক্রি হচ্ছে। আরও কয়েকজন বিক্রেতাও জানালেন একই কথা।

আরেক বিক্রেতা বলেন, ভালো ক্রেতা আছে। তারা ভালো যায়গা থেকেই নেয়। শীত আরও পড়বে, বিক্রিও বাড়বে।

মহাখালী এলাকার বিক্রেতা শরিফ মিয়া বলেন, হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় গত কয়েক দিনের মধ্যে বিক্রি অনেক বেড়েছে। দাম এখানে কিছুটা কম, এজন্য হয়ত ক্রেতা বেশি।

ফুটপাতে শীতের কাপড়ের বিক্রি বেশি, দামও চড়া

নুরুন নাহার নামের এক ক্রেতার মহাখালী টার্মিনাল সংলগ্ন ফুটপাত থেকে শিশুদের জামা কিনছিলেন। তিনি বলেন, শপিংমলের তুলনায় ফুটপাতে তুলনামূলক কম দামে এখন আর পোশাক পাওয়া যায় না। কোথাও কোথাও ফুটপাতেও দাম বেশি। ৪ বছর বয়সি বাচ্চার একটা সোয়েটার ৫০০ টাকা দিয়ে নিয়েছি ফুটপাত থেকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। অস্থায়ীভাবে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কিছু স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এসএম/এমআইএইচএস/এমএস