রোববার থেকে বাজারে আসছে পাটের ব্যাগ, দাম ৩৫-৭৫ টাকা
বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। আগামী রোববার এ ব্যাগের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হবে। জানা গেছে, এ ব্যাগের প্রতিটির দাম হবে ৩৫ থেকে ৭৫ টাকা পর্যন্ত।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজারে রোববার উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা বশিরউদ্দীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ বাজারজাতের চেষ্টা করছিল সরকার। সরকার চায় ভোক্তারা পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে একাধিকবার ব্যবহার করা যায় এমন পাটের ব্যাগ ব্যবহার করুক।
এনএইচ/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ আইডিআরএ’র বিবেচনায় দেশের সেরা বিমা কোম্পানির তালিকায় যারা
- ২ সোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা, ভাঙলো অতীতের সব রেকর্ড
- ৩ সুতা আমদানি নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগ
- ৪ অর্থনীতির বেশিরভাগ খাতে সম্প্রসারণ হচ্ছে, তবে গতি মন্থর: এমসিসিআই
- ৫ নির্দেশনা বাতিলের দাবিতে অর্থ মন্ত্রণালয়ে বিজিএমইএ-বিকেএমইএর চিঠি