ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

‘নবায়নযোগ্য জ্বালানিতে খাতভিত্তিক নীতি কাঠামো প্রয়োজন’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৫

তৈরি পোশাক খাতকে নবায়নযোগ্য জ্বালানিতে এগিয়ে নিতে একটি খাত ও লক্ষ্যভিত্তিক নীতি কাঠামো জরুরি বলে মন্তব্য করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান। নবায়নযোগ্য জ্বালানির প্রসার বাড়াতে বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন তিনি। প্রয়োজনে ছোট কারখানাগুলোকে প্রণোদনা দেওয়ার পরামর্শও দেন তিনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইটিআই বাংলাদেশ আয়োজিত ‘নবায়নযোগ্য জ্বালানি ও ডিকার্বনাইজেশন’ শীর্ষক এক বহুপক্ষীয় সংলাপে তিনি এ কথা বলেন। পোশাক খাতের বিভিন্ন সংগঠন, পোশাক মালিক, আন্তর্জাতিক ব্র্যান্ড, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি বিশেষজ্ঞরা এতে অংশ নেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিজিএমইএ’র অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সংলাপে বিজিএমইএ’র সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, দেশের তৈরি পোশাক খাতকে নবায়নযোগ্য জ্বালানিতে এগিয়ে নিতে একটি খাত ও লক্ষ্যভিত্তিক নীতি কাঠামো জরুরি। উৎপাদকদের সঙ্গে ব্র্যান্ডগুলোর আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, এ খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত করতে হবে। ছোট ও মাঝারি কারখানাগুলোর (এসএমই) জন্য সহজ শর্তে ঋণ দেওয়া প্রয়োজন। নবায়নযোগ্য জ্বালানিতে ছোট কারখানাগুলোকে প্রয়োজনে প্রণোদনা দেওয়া যেতে পারে।

চলমান মার্চেন্ট পাওয়ার পারচেজ পলিসির বিষয়টি উল্লেখ করে ভিদিয়া অমৃত বলেন, কার্যকর নীতি থাকলে দীর্ঘমেয়াদে দেশের পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার আরও বাড়বে।

সংলাপে আরও বক্তব্য দেন বিজিএমইএ’র স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ার কামরান সাদিক। তিনি বলেন, পোশাক শিল্পখাতে নির্গমন পর্যবেক্ষণের জন্য একটি জাতীয় ডাটা মনিটরিং প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। এমন ব্যবস্থা থাকলে স্বচ্ছতা বাড়াবে। বৈশ্বিক ক্যাটাগরিতে দেশের শিল্প আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে।

ইএইচটি/এমএমকে/এমএস