ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ব্যাংক পরিচালনায় হস্তক্ষেপ করবে না সরকার

প্রকাশিত: ০৬:২৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

সরকার রাষ্ট্রায়ত্ব ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অহেতুক হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, `আমরা সরকার রাষ্ট্রায়ত্ব ব্যাংক পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চাই না। ব্যাংকগুলো স্বাধীনভাবে চলবে।

রোববার রাজধানীর সোনারগাঁ হোটেলে রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক লিমিটেড-এর বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

জনতা ব্যাংক পরিচালনা পর্ষদ চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্নান।

এ সময় অর্থ প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর বেতন কাঠামো নিয়ে একটা দাবি আছে। সরকার এটি নিয়ে কাজ করছে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেবা আরও বিস্তারে কর্মকর্তাদের সক্রিয় হওয়ার আহবান জানান তিনি।

এসএ/বিএ