ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পুরান ঢাকায় পতাকা হাতে ফল ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৯:১৪ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

এফবিসিসিআই’র ঘোষিত ব্যবসায়ী-জনতার অবস্থান কর্মসূচির সঙ্গে রাস্তায় নেমেছে পুরান ঢাকার ফল ব্যবসায়ীরা। রোববার দুপুর ১২টায় বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টাস এসোসিয়েশন-এর নেতৃত্বে পুরান ঢাকার বাদামতলীতে হাজারও ব্যবসায়ী জাতীয় পতাকা হাতে অবস্থান কর্মসূচি পালন করেন।

হরতাল-অবরোধ প্রত্যাহার, সহিংসতা বন্ধ ও দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার দাবিতে জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত এই কর্মসুচি পালনের সময় বাবুবাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সাধারণ জনতা এতে অংশগ্রহণ করেন।

এ সময় এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম সংক্ষিপ্ত বক্তবে বলেন, ব্যবসায়ীরা সংকট থেকে উত্তরণ চায়। আমরা এ অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। জানমালের নিরাপত্তা চাই। ৫ জানুয়ারির পর থেকে তাজা ফল আমদানিকারক ও ব্যবসায়ীদের কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তখন ব্যবসায়ীদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ব্যবসায়ীরা ব্যাংক ঋণ পরিশোধ করতে ব্যার্থ হবে। তাই আমরা বর্তমান এই রাজনৈতিক অচলবস্থার অবসান চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল শাহ, বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টর এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাধন চন্দ্র দাস, ভাইস-প্রেসিডেন্ট মো. বায়রাত মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সফির উদ্দিন প্রমুখ।

এসএ/বিএ/পিআর