বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক বেড়েছে ২২ পয়েন্ট।
সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৪৯ পয়েন্টে। আর ডিএসইতে ২৬৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২২১ কোটি টাকা।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, এসিআই, এমজেলবিডি, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, এসিআই ফরমুলেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, আমরা টেকনোলজিস এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৪৩ পয়েন্টে।
সিএসইতে মোট ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৯১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি টাকা।
এসআই/আরএস/পিআর