ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ফেসবুকে সিএসই’র তথ্য

প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৯ মার্চ ২০১৫

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অফিসিয়াল ফেসবুক পেইজ আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা হয়েছে। এখন থেকে সিএসই`র সব তথ্য কোম্পানির পাতায় পাওয়া যাবে।

সোমবার দুপুরে সিএসইর ঢাকা কার্যালয়ে (www.facebook.com/bangladeshcse) এ পেইজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএসইর চেয়ারম্যান ড. আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, সামাজিক এ যোগযোগের মাধ্যমে বিনিয়োগকারীদের আরো সচেতনতা বাড়বে। পেজে লাইক বাড়লে আমাদের আত্মবিশ্বাসও বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএসইর ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি-উল-মারুফ মতিন বলেন, এই ফেসবুক পেজ থেকে সঠিক সময়ে সঠিক তথ্যটি দেওয়া হবে। সেজন্য আমরা সবসময় সচেষ্ট থাকব। আমরা এই ফেসবুক পেইজে সব তথ্য এখনই দিতে পারব এমন দাবি করতে পারি না। তবে চেষ্টা থাকবে নিরন্তর।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে মারুফ মতিন বলেন, ফেসবুকে পেইজ পছন্দ হলে `লাইক` করুন। আর অপছন্দ হলে আমাদের ফেসবুক পেইজে আপনার মন্তব্য `ইনবক্স` করুন। আমদের সাফল্য সম্পূর্ন হবে যখন সিএসই’র তথ্য-উপাত্ত নিয়ে বিনিয়োগকারীরা ব্যবসায় লাভবান হবে।

এসআই/এআরএস/এমএস