ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

তসরিফা ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন মঙ্গলবার

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২১ মার্চ ২০১৫

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমোদন পাওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আবেদন আগামী ২৪ মার্চ মঙ্গলবার থেকে শুরু হবে । চলবে ৩১ মার্চ পর্যন্ত। আর প্রবাসী বিনিয়োগকারীরা এ সুযোগ পাবে ৯ এপ্রিল পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নিয়ন্ত্রন সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৮তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করবে। এ জন্য ১০ টাকা (ফেইসভ্যালু)অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬  টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর  অনুমোদন দিয়েছে। প্রতিষ্ঠানটির মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ২০০ টি শেয়ারে । বিনিয়োগকারীদের প্রতিটি আইপিও আবেদনে গুণতে হবে ৫ হাজার ২০০ টাকা।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ৩৪ টাকা ৪১ পয়সা। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, বস্ত্র খাতের তসরিফা ইন্ডাস্ট্রিজ নিট গার্মেন্টস পণ্য উৎপাদন করে।

এসআই/এআরএস/এমএস