ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাংলাদেশ থেকে ঔষধ নিতে আগ্রহী সুদান

প্রকাশিত: ০১:২৩ পিএম, ৩০ মার্চ ২০১৫

বাংলাদেশ থেকে চিকিৎসক ও ঔষধ নিতে আগ্রহী সুদান। বাংলাদেশে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত ড. হাসান ই. এল তালিব সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এর সাথে সাক্ষাৎ করতে এসে এই আগ্রহের কথা জানান।

সুদানের রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাস্থ্যখাতের অর্জন এবং ঔষধের মানের প্রশংসা করে বলেন, বাংলাদেশ থেকে সুদানে চিকিৎসক গেলে দুই দেশই লাভবান হবে। বিশেষ করে হৃদরোগ ও ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশ থেকে চিকিৎসক পেলে সুদানের মানুষ উপকৃত হবে। বাংলাদেশও পরবর্তীতে চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে সুদানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে।

তিনি বাংলাদেশ থেকে ঔষধ আমদানীতে সুদানের আগ্রহের কথা জানিয়ে বলেন, বাংলাদেশের ঔষধের মান ভালো বলে সুদান এদেশ থেকে ঔষধ নিতে আগ্রহী।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় বাংলাদেশ ও সুদানের মধ্যে বিরাজমান সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্কের উন্নতির লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা প্রয়োজন। বাংলাদেশে এখন বিশ্বমানের ঔষধ তৈরি হচ্ছে। আমরা এখন যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের শতাধিক দেশে ঔষধ রপ্তানি করছি।

মন্ত্রী এ সময় সুদানে চিকিৎসক ও ঔষধ প্রেরণ প্রক্রিয়ার উদ্যোগ নিতে দ্বিপাক্ষিক বৈঠক আহ্বানের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

সুদানের রাষ্ট্রদূত বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে সুদানের ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টি করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। তিনি দুই দেশের মাঝে স্বাস্থ্যখাতে গবেষণার কাজ পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ/আরএস/আরআই