ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইউসিবির চুক্তি সই

প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে জাইকা অর্থায়নে ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট’ বিষয়ক চুক্তি স্বাক্ষর।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গির আলম কনফারেন্স হলে জাইকা অর্থায়নে ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট’ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে রাব্বি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আলী ও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের জেনারেল ম্যানেজার সপন কুমার রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ তাকাতোশি নিশিকাতাসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআরএম/পিআর

আরও পড়ুন