নিটপণ্য রফতানি বৃদ্ধিতে সহায়তা করবে আমিরাত
সংযুক্ত আরব আমিরাত সারাবিশ্ব থেকে প্রতি বছর প্রায় ৩.৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের নিটপণ্য আমদানি করে। তার মধ্যে বাংলাদেশ রফতানি করে প্রায় ১০০ মিলিয়ন। তাই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নিটপণ্য রফতানি বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে রফতানিতে সহায়তা করবে আরব আমিরাত। বুধবার নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের নিটপণ্যের রফতানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বুধবার আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বিকেএমইএর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এক আলোচনা সভায় মিলিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সভাপতি এএইচ আসলাম সানি। আমিরাতের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল শেহি।
আলোচনায় আমিরাতে নিটপণ্য রফতানি বৃদ্ধিতে দ্বি-পাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ আসলাম সানি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক নিট বাণিজ্যের বর্তমান অবস্থা তুলে ধরেন।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সারাবিশ্ব থেকে প্রতি বছর প্রায় ৩.৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের নিটপণ্য আমদানি করে। তার মধ্যে বাংলাদেশ রফতানি করে প্রায় ১০০ মিলিয়ন। তাই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নিটপণ্য রফতানি বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে। বিশ্বের সপ্তম তেল সমৃদ্ধ ও মধ্যপ্রাচ্যের অন্যতম বিস্তৃত অর্থনীতির দেশ সংযুক্ত আরব আমিরাত।
তিনি আরও বলেন, দুবাই উক্ত অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু এবং বৈশ্বিক যোগাযোগের গেটওয়ে হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ তরুণ ও মধ্যবয়সী। যে কারণে এখানে বৈচিত্র্যময় পোশাকের চাহিদা দীর্ঘ সময় ধরে বিদ্যমান থাকবে। বিকেএমইএ মধ্যপ্রাচ্যের পোশাকের বাজার বিশেষ করে আমিরাতের বাজারে নিটপণ্যের রফতানি বৃদ্ধিতে কাজ করে আসছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে নিটপণ্যের বাজার সম্প্রসারণের নির্দেশ প্রদান করেন। সেই লক্ষ্যকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নিটপণ্যের বাজার সম্প্রসারণে আরব আমিরাতকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিকেএমইএ। তারই আলোকে ‘দুবাই ওয়ার্ল্ড এক্সপো-২০২০’ সামনে রেখে আরব আমিরাতে বাংলাদেশের নিটপণ্যের বাজার সম্প্রসারণ পরিকল্পনা নির্ধারণেই আজকের এই প্রয়াস।
বিশ্বের প্রভাবশালী এই অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় দেশটিকে বাণিজ্যিক কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনায় নিয়ে এ এইচ আসলাম সানি বিকেএমইএ থেকে একটি প্রতিনিধিদল আমিরাতে পাঠিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাণিজ্য সংগঠনের সঙ্গে কার্যকর আলোচনার শুরুর প্রস্তাব উত্থাপন করেন।
এমএ/বিএ