ব্যাংকের এক্সপোজারের সময় ২০২০ পর্যন্ত চায় আর্থিক প্রতিষ্ঠান
পুঁজিবাজার উন্নয়নে ব্যাংকগুলোর এক্সপোজারের সময়সীমা ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের একটি সভায় এ অনুরোধ করা হয়। সিএসই’র ঢাকা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান পুঁজিবাজার ও এর সামগ্রিক উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিএসই’র পক্ষে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দলে বিভিন্ন ব্যাংকের অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ইবিএল সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমান, আল আরাফাহ সিকিউরিটিজের নমিনি পরিচালক রেজাউর রহমান, আইডিএলসি সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, এমটিবি সিকিউরিটিজ এর প্রধান নির্বাহি মো. নজরুল ইসলাম মজুমদার, এনসিসি ব্যাংক সিকিউরিটিজ এর প্রধান নির্বাহি মো. আব্দুল বারী সরকার, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহি ওয়ালি উল ইসলাম এবং ইন্টারন্যাশনাল লিজিং এর প্রতিনিধি।
এসআই/আরএস/আরআইপি