ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বন্ড ছাড়ার অনুমোদন পেল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৭ মে ২০১৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকার মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

বুধবার বিএসইসি ৫৪৪তম কমিশন সভায় এই বন্ডের অনুমোদনের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র সাইফুর রহমান।

এ বন্ডের মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৭ বছর পর্যন্ত। বন্ডটির নাম হবে “এআইবিএল মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড”।

অনুমোদিত বন্ডের প্রতিটি ইউনিটের অবিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে দশ লাখ টাকা।

বন্ডটির ইস্যু করা অর্থ দিয়ে আল-আরাফাহ ব্যাংক ব্যাসেল টুয়ের শর্ত পূরণ তথা মূলধন বাড়ানোর কাজ করবে।

বন্ডটি স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট বডি এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরা প্রাইভেট প্লেসমেন্টর মাধ্যমে ক্রয় করতে পারবে।

এসআই/একে/আরআইপি