ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পাঁচ লাখ শেয়ার বেচবে এক্সিম ব্যাংকের পরিচালক

প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০৬ জুলাই ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মমতাজ বেগম প্রতিষ্ঠানের পাঁচ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মমতাজ বেগম তার কাছে থাকা এক্সিম ব্যাংকের ৫৩ লাখ ৪২ হাজার ৬৯৪টি শেয়ারের মধ্যে ৫ লাখ শেয়ার বিক্রি করবেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এ দিকে, সোমবার এক্সিম ব্যাংকের শেয়ার সর্বশেষ ৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এক্সিম ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৪ সালে ।

এসআই/এসকেডি/এমএস