ছয় কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দাম তদন্তে নেমেছে বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
প্রতিষ্ঠনগুলো হচ্ছে- পপুলার লাইফ, রেনউইক যজ্ঞেশ্বর, স্টাইল ক্র্যাফট, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক ও মুন্নু জুট স্টাফেলার্স।
তদন্তের অংশ হিসেবে সোমবার তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিএসইসি। উপ-পরিচালক ওহিদুল ইসলাম, সহকারী পরিচালক আবদুস সেলিম ও ওয়ারিসুল হাসান রিফাতকে এই কমিটিতে রাখা হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা গেছে, শেষ তিন মাসে মুন্নু জুট স্টাফলার্সের শেয়ারের দাম ৯৬৬ টাকা বা ১৪০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১৬৪ টাকা বা ২৯ শতাংশ, স্টাইল ক্রাফটের ৩৭৮ টাকা বা ২৭ শতাংশ, মুন্নু সিরামিকের ৩৩ টাকা বা ৩০ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪১ টাকা বা ৫২ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ২৫ টাকা বা ২৯ শতাংশ বেড়েছে।
এমএএস/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ অর্থবছরের মাঝপথেই রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি টাকা
- ২ দেড় বছরে দেশের অর্থনীতি নিম্নস্তরের ভারসাম্যে স্থির হয়ে গেছে
- ৩ রোজার আগেই সংকট কেটে যাবে, আশ্বস্ত করলেন এলপিজি অপারেটররা
- ৪ দুই ব্যাংক থেকে আরও ৪ কোটি ৫০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
- ৫ নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার