ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসই’তে ৬২০ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৬ নভেম্বর ২০১৪

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। মোট ১৩ কোটি ৮৫ লক্ষ ৪১ হাজার ২৯২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ৬২০ কোটি ১৭ লাখ ৮৫ হাজার ২৯৮ টাকা। যা আগের দিনের চেয়ে ১২৩ কোটি ৬২ লাখ টাকা কম। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

লেনদেনকৃত ৩০৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের।

ডিএসই ব্রড ইনডেক্স  আগের কার্যদিবসের ৭ দশমিক ৮৮ পয়েন্ট  বেড়ে ৫ হাজার ২৫ দশমিক ১০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫ দশমিক ৪১ পয়েন্ট  কমে ১ হাজার ৮৬৬ দশমিক ৯৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ২ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ওয়েস্টার্ন মেরিন, ডেসকো লিঃ, গ্রামীণ ফোন, কেপিপিএল, কেয়া কসমেটিক্স,  কেপিসিএল, অলিম্পিক ইন্ডাঃ, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার ও সুহৃদ টেক্সটাইল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ওয়েস্টার্ন মেরিন, পিপলস লিজিং, ইসলামিক ফাইন্যান্স, আনোয়ার গ্যালভানাইজিং, ইন্টারন্যাশনাল লিজিং, ফার্ষ্টলিজ ইন্টাঃ, বিআইএফসি, শাহাজীবাজার পাওয়ার, কাশেম ড্রাইসেল ও প্রাইম ফাইন্যান্স।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- দুলামিয়া কটন, আল-হাজ্বটেক্স, অলটেক্স ইন্ডা, ইমাম বাটন, বিএসসিসিএল, টুংহাই টেক্সটাইল, জেমিনী সী ফুড, জাহিন টেক্স, সমতা লেদার ও আইসিবি ১ম এনআরবি।