ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

আবাসন মেলায় বুকিং দিলেই ওমরা করার সুযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রিহ্যাব আয়োজিত শীতকালীন আবাসন মেলা-২০২১। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলার দ্বিতীয় দিন শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতাদের উপস্থিতি নিয়ে স্বস্তির কথা জানিয়ে আবাসন ব্যবসায়ীরা বলছেন, এবারের মেলায় ক্রেতাদের ফ্ল্যাট ও প্লট কেনার সুবর্ণ সুযোগ থাকছে।

মেলা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। রয়েছে উপহার আর মূল্য ছাড়। মেলায় এস অ্যান্ড ডি সুইট হোম ডেভেলপারস লিমিটেড নিয়ে এসেছে ফ্রি ওমরা প্যাকেজ। এ প্রতিষ্ঠানটির প্রকল্পে বুকিং দিলেই ১০ দিনের জন্য ফ্রি সৌদি আরবে ওমরা করতে যেতে পারবেন ক্রেতা।

এস অ্যান্ড ডি সুইট হোম ডেভেলপারস লিমিটেডের প্রকল্প ইঞ্জিনিয়ার মো. শাহিন আলম জাগো নিউজকে বলেন, মাত্র পাঁচ লাখ টাকা বুকিং দিলেই ক্রেতারা ১০ দিনের জন্য ফ্রি ওমরা করতে যেতে পারবেন। সাথে থাকা-খাওয়া এবং বিমানভাড়া বহন করবে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, আমাদের প্রকল্পসমূহ রয়েছে রাজধানীর বসুন্ধরা ও আফতাবনগর এবং চাঁদপুরে। এ  ওমরা প্যাকেজ থাকবে শুধুমাত্র মেলা উপলক্ষে।

এদিকে ক্রেতা-দর্শনার্থীদের টানতে মেলার প্রথম দিন থেকেই বিভিন্ন ছাড় নিয়ে হাজির হয়েছে রিয়েল এস্টেট কোম্পানিগুলো।

মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। এতে প্রায় ১৫০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে এ আবাসন মেলায়।

মেলার সিঙ্গেল এন্ট্রির প্রবেশ ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর মাল্টিপল এন্ট্রির প্রবেশ ফি ১০০ টাকা। সিঙ্গেল এন্ট্রি টিকিটে একবার ও মাল্টিপল এন্ট্রি টিকিটে পাঁচবার মেলায় প্রবেশ করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। এ উপলক্ষে এন্ট্রি টিকিটের ওপর র‌্যাফেল ড্র’তে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

২০০১ সালে ঢাকায় রিহ্যাব হাউসিং ফেয়ার শুরু হয়। চট্টগ্রামে ১৪টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। প্রতিষ্ঠানটি ২০০৪ সাল থেকে দেশের বাইরে হাউসিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্য, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনি ও কাতারে একটি করে এবং দুবাইতে দুটি রিহ্যাব হাউসিং ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব মেলা আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশ-বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রসারের প্রচেষ্টা অব্যাহত রাখছে।

ইএআর/এমকেআর/জিকেএস