ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

চলতি বছর কোনো বন্ড ছাড়বেনা সরকার

প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৪ নভেম্বর ২০১৪

সরকার চলতি বছরে বাজারে কোনো নতুন বন্ড ছাড়বে বলে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, চলতি বছর বন্ড ছাড়ার কোনো ইচ্ছা নেই। ২০১৫ সালে দেখা যাবে। আপাতত এ নিয়ে সরকার কোনো চিন্তা ভাবনা করছে না।  

সোমবার সচিবালয়ে সুইডেনের আর্ন্তজাতিক উন্নয়ন সহায়ক বিষয়ক মন্ত্রী ইসাবেলা লোভিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।

মুহিত বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আগামী বছর চূড়ান্ত হবে।

তিনি আরো বলেন, চলতি অর্থ বছরে আমরা বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়েছি। আগামী বছর দেওয়া হবে, মানব সম্পদ উন্নয়ন, অবকাঠামো এবং জলবায়ু খাত।