ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ইস্তাম্বুল গেছেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৬ নভেম্বর ২০১৪

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ইস্তাম্বুলে অনুষ্ঠেয় দি সট্যান্ডিং কমিটি ফর ইকোনমিক অ্যান্ড কমার্সিয়াল কো-অপারেশন অফ দি অর্গানাইজেশন অফ দি ইসলামিক কো-অপারেশন (কমসেক)-এর ৩০তম অধিবেশনে যোগ দিতে বুধবার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

তুরস্কের রাষ্ট্রপতি এবং কমসেকের চেয়ারম্যানের আমন্ত্রণে তিনি এ অধিবেশনে অংশ নিয়েছেন।

কমসেক হলো ইসলামিক বিশ্বের প্রধান বহুপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার প্লাটফর্ম। এটি ওআইসি-এর চারটি স্ট্যান্ডিং কমিটির মধ্যে অন্যতম। কমসেক-এর উদ্দেশ্য হলো সদস্য দেশসমুহের সার্বিক উন্নয়নের জন্য কর্মকৌশল নির্ধারণ, বাস্তবায়নের পন্থা উদ্ভাবন এবং তদারকি ও মূল্যায়ন করা।

বাংলাদেশসহ ৫৬টি দেশ এবং ৫টি পর্যবেক্ষক দেশ নিয়ে কমসেক গঠিত।

উল্লেখ্য, প্রতি বছর কমসেকের অধিবেশন অনুষ্ঠিত হয়। আগামী ২৭-২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য অধিবেশনে ইসলামী বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, বিশ্ব অর্থনৈতিক অবস্থা এবং সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পর্যটন শিল্পের বিকাশ, ইসলামী বিশ্বের অন্যান্য সদস্য দেশসমুহের মধ্যে পারস্পারিক সম্পর্কের উন্নয়ন বিষয়ে আলোচনা করা হবে। এ অধিবেশনের আলোচ্য বিষয়গুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিনিষ্টিরিয়াল সেশনের পূর্বে সিনিয়র অফিসিয়াল মিটিং অনুষ্ঠিত হবে।

তোফায়েল আহমেদ বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ২৯ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।