ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

হেমায়েতপুরে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে শিল্প এলাকা সাভারের হেমায়েতপুরে ব্র্যাক ব্যাংক লিমিটেডের নতুন শাখা চালু করা হয়েছে। মঙ্গলবার খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর.এফ. হোসেন হেমায়েতপুরের হাজী আশরাফ শপিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ব্র্যাঞ্চ ব্যাংকিং-এর প্রধান আবেদুর রহমান সিকদার, কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর.এফ. হোসেন বলেন, বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে। এ শাখা উদ্বোধনের ফলে এ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন।

তিনি আরও বলেন, “এখন এই শিল্প এলাকার গ্রাহকরা উন্নত অনলাইন ব্যাংকিং সেবা উপভোগ করবেন। আমরা স্থানীয় গ্রাহকদের উৎকর্ষ সেবার অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছি।”

শাখাটি হেমায়েতপুরের তেঁতুলঝোড়ার হাজী আশরাফ শপিং কমপ্লেক্সে অবস্থিত। উদ্বোধনের দিনে আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

এসএ/এসকেডি/এবিএস