ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ক্রেতা ধরে রাখতে সুশাসনের বিকল্প নেই : ইইউ

প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ক্রেতাদের নিরবিচ্ছিন্ন পোশাক কেনা ধরে রাখতে সুশাসনের বিকল্প নেই  বলে মন্তব্য করেছেন ইইউ পার্লামেন্ট সদস্য জিন ল্যামবার্ট।
 
শুক্রবার বিকেলে বিজিএমইএ ভবনে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সঙ্গে বৈঠক শেষে  একথা জানান তিনি।
 
এ সময় ল্যামবার্ট রানা প্লাজার ঘটনা উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা এখন আর হচ্ছে না এটি ভালো। আমরা শ্রমিকদের অধিকার, তাদের কর্ম পরিবেশসহ অন্যান্য বিষয়ে সরকারের সঙ্গে কথা বলেছি। তাতে মনে হয়েছে এ খাতে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে বিশেষ অঞ্চল হল ইইউ। এ ইউনিয়নভুক্ত ক্রেতারা বাংলাদেশের তৈরি পোশাক ক্রয় কার্যক্রম চালিয়ে যাবে, তবে  নিরাপদ কর্ম পরিবেশের সঙ্গে সুশাসনের  নিশ্চয়তা দিতে হবে।

এসময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বৈঠক সফল হয়েছে। তারা আমাদের কার্যক্রমে সন্তুষ্ট। তারা জানতে চেয়েছে এসব কার্যক্রমে তাদের সহায়তার প্রয়োজন আছে কি না। আমরা জানিয়েছি, প্রয়োজন আছে। কারণ, শ্রমিক ও তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়নের জন্য এবং কর্ম দক্ষতা বাড়াতে অনেক কার্যক্রম চালাচ্ছি।

তিনি আরো বলেন, পোশাকের মূল্য পুনর্নির্ধারনের বিষয়ে তাদেরকে প্রস্তাব দিয়েছি। তারা জানিয়েছেন, তাদের ক্রেতাদের সঙ্গে এ বিষয়ে আলচনা করবেন। তবে এ বিষয়ে স্পষ্ট কোন মন্তব্য করেননি তারা।

এসকেডি