ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সূচক ও লেনদেনের সামান্য উত্থান

প্রকাশিত: ১১:১১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে দিনভর সূচকের ওঠানামায় চলে লেনদেন। দিনশেষে সব ধরনের সূচকের পাশাপাশি সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমণ। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭১ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ১১ কোটি টাকা বেশি। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬০ কোটি টাকা।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২০ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১৫০টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত আছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৫৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫৭ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৮৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৫১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত আছে ৩৯টি কোম্পানির শেয়ার। টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৩৯ লাখ টাকা।

এসআই/এসএইচএস/এমএস