ঢাকা | |
মিনিট | মিনিট |
চট্টগ্রাম | |
মিনিট | মিনিট |
রাজশাহী | |
মিনিট | মিনিট |
খুলনা | |
মিনিট | মিনিট |
বরিশাল | |
মিনিট | মিনিট |
সিলেট | |
মিনিট | মিনিট |
রংপুর | |
মিনিট | মিনিট |
ময়মনসিংহ | |
মিনিট | মিনিট |
বাণিজ্যমেলায় ওয়াকার-এর জুতায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর শেষ হতে আর মাত্র একদিন বাকি। মেলার শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। মেলায় বিভিন্ন পণ্যে চলছে ছাড়ের ছড়াছড়ি। এবারের মেলায় বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। আরএফএল-এর অঙ্গ-প্রতিষ্ঠান ওয়াকার-এর জুতায় চলছে আকর্ষণীয় ছাড়।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আরএফএল-এর প্যাভিলিয়নের ওয়াকার ফুটওয়্যার স্টলে এমনই চিত্র চোখে পড়ে।
জানা যায়, আরএফএল-এর ওয়াকার ফুটওয়্যারে রয়েছে বিভিন্ন ডিজাইনের জুতা। এসব জুতা মেলা উপলক্ষে ১০ থেকে ৩০ শতাংশ ছাড় দিয়ে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: আরএফএল-এর ইজি বিল্ডে চলছে বিশেষ ছাড়
তৌকির আহম্মেদ নামের এক ক্রেতা বলেন, মেলায় বিভিন্ন দোকান ঘুরে আমার পায়ের সাইজমতো জুতা খুঁজে পাচ্ছিলাম না। এখন শেষ সময় আরএফএলের প্যাভিলিয়নে এসে পায়ের সাইজের জুতা পেয়েছি। তাই জুতা কিনে নিলাম এখান থেকে।
শাকিল খান নামের আরেক ক্রেতা বলেন, আরএফএল এর ফুটওয়্যারের জুতা বেশ সুন্দর। এখানে পাঞ্জাবির সঙ্গে মানিয়ে পরার মতো সুন্দর অনেক জুতা রয়েছে। তাই একজোড়া জুতা কিনেছি।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় আরএফএল’র প্লাস্টিকপণ্যে ২০ শতাংশ পর্যন্ত ছাড়
প্যাভিলিয়ন ইনচার্জ আজিজুল ইসলাম আজিজ বলেন, এবারের মেলায় ওয়াকার ফুটওয়্যারের অসংখ্য জুতা নিয়ে হাজির হয়েছি। এসব জুতা আমরা শেষ মুহূর্তে বিশেষ ছাড়ে বিক্রি করছি। এসব জুতা সবসময় ক্রেতাদের পছন্দের শীর্ষে। তাই আমরা মেলার শুরু থেকেই ক্রেতাদের ভালো সাড়া পেয়েছি। আশাকরছি শেষ পর্যন্ত ক্রেতাদের এমন সাড়াই পাবো।
এবার মেলায় পণ্যের পসরা সাজিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। দুটি প্যাভিলিয়নে ১২০টির মতো নতুন পণ্যসহ প্রায় ছয় হাজার ৪০০ পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া মেলা উপলক্ষে রয়েছে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় ক্রেতাদের পছন্দের শীর্ষে আরএফএলের পণ্য
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলে। এবার মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা ও অপ্রাপ্তবয়ষ্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিট কেনা যাবে।
রাশেদুল ইসলাম রাজু/বিএ/এএসএম