ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বসুন্ধরা সিটিতে ‘ফেয়ার ফেস্ট’ শুরু

প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে বছরব্যাপি ‘ফেয়ার ফেস্ট ২০১৬-১৭’ মেলার শুরু হয়েছে। বুধবার মেলাটির উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) টিআইএম লতিফুল হোসেন।

মেলা পরিচালনার দ্বায়িত্বে রয়েছে বিজ্ঞাপনী সংস্থা থার্ড আই সল্যুইশন। আগামী এক বছর অভিজাত এ শপিং মলের লেভেল-১ এ নির্ধারিত ১২টি স্টলে ৫১টি বিষয়ে মেলা অয়োজন করা হবে।
 
আয়োজন সম্পর্কে থার্ড আই সল্যুইশনের পরিচালক (পরিকল্পনা) নাসের মহসীন জানান, নানা ধরনের পণ্য ও সেবা পরিচিত করে তুলে ধরাই ফেয়ার ফেস্টের মূল লক্ষ্য। একনাগাড়ে অনেকগুলো মেলার আয়োজন হবে বলেই আমরা এ আয়োজনের নাম দিয়েছি `মেলার মেলা` বা ফেয়ার ফেস্ট।

আরএম/এসকেডি/আরআইপি