ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

সেইলর যশোর হাফ ম্যারাথন অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

গতকাল (১৭ ফেব্রুয়ারি) যশোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সেইলর যশোর হাফ ম্যারাথন ২০২৩। সকাল ৬টা ১০ মিনিটে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে সেলফির মোড় ঘুরে রানাররা আবার শুরুর প্রান্তে ফিরে আসেন।

‘সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর রানার্স কমিউনিটি করে এই আয়োজনে। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল ফ্যাশন ব্র্যান্ড সেইলর। প্রতিযোগিতাটি যথাক্রমে ২১, ১০ ও ৩ কিলোমিটার বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হয়।

সেইলর যশোর হাফ ম্যারাথনে ২১ কিলোমিটার বিভাগে প্রথম হয়েছেন মো. আমিনুর রহমান। নারী বিভাগে প্রথম হয়েছেন জাপানের নাগরিক ইরি লি কইকি।

১০ কিলোমিটার পুরুষ বিভাগে প্রথম হয়েছেন মো. আলামিন, নারী বিভাগে প্রথম হয়েছেন জুবায়রা জাহানারা। এছাড়া ৩ কিলোমিটার বিভাগের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি।

এমএইচআর/এএসএম