লাফার্জ সুরমার লভ্যাংশ ঘোষণা বৃহস্পতিবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯(১) অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা করবে কোম্পানিটি।
জানা গেছে, পর্ষদ সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জন্য ২০১৫ সালের লভ্যাংশ ঘোষণা।
উল্লেখ, ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির এক যুগ পর ২০১৪ সালে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় লাফার্জ সুরমা। যার ফলে কোম্পানিটি ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে আসে।
এসআই/এআরএস/এমএস