ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

তিনদিন তিনশ` কোটিতে লেনদেন

প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৭ মার্চ ২০১৬

বাজার উন্নয়নের নানা প্রদক্ষেপ নিলেও আস্থাহীনতায় দেশের পুঁজিবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। ঢাকার বাজারে টাকার অংকে লেনদেন সামান্য বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কার্যদিবস ধরে তিনশ` কোটি টাকার ঘরে ঘুরপাক খাচ্ছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৭৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক দশমিক ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করছে।

টাকার অংকে লেনদেন হয়েছে ৩১০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ১০ কোটি টাকা বেশি। গত কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৩০০ কোটি টাকা। যা ছিল চলতি বছরের সর্বনিম্ন লেনদেন।

ডিএসইতে ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১০ পয়েন্ট কমে ৮ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৯৯৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১২ হাজার ৩৯২ পয়েন্টে এবং সিএএসপিআই ১২ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৮০ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন সিএসইতে মোট ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৩ লাখ টাকা।

এদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়া ও সাধারণ বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে বাজারে লেনদেন প্রবাহ কমছে গেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এসআই/আরএস/পিআর