ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডরিন পাওয়ারের আইপিও লটারির ফল প্রকাশ

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১০ মার্চ ২০১৬

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারীর ফল প্রকাশ করা হয়েছে। রাজধানীর পুরাতন এয়ারপোর্ট রোডের ট্রাস্ট মিলনায়তনে কোম্পানিটির আইপিও ড্র হয়। ড্র শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল দেখতে নিচে ক্লিক করুন:

ট্রেক কোড

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

মিউচ্যুয়াল ফান্ড

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে চাহিদার চেয়ে বেশি আবেদন জমা পড়ে। এ কারণে লটারির মাধ্যমে বিনিয়োগকারীদের কোম্পানিটির শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে।

এর আগে ৮ ফেব্রুয়ারি রোববার থেকে ডরিনের আইপিও আবেদন শুরু হয়। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার উচ্চ আদালতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও খসরুজ্জামানের যৌথ বেঞ্চ আগামী ছয় মাসের জন্য ডরিনের আইপিও আবেদনের ওপর স্থগিতাদেশ দেন। দুইজন বিনিয়োগকারীর রিট আবেদনের পরিপেক্ষিতে এ স্থগিতাদেশ দেয় আদালত। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার কোম্পানির আইপিওতে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ ৪ সপ্তাহের জন্য প্রত্যাহার করে।

এদিকে, পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলেনের অনুমোদন পাওয়া বিদ্যুৎখাতের কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্য সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নিবে ২৯ টাকা। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ২০০টি শেয়ারে।

কোম্পানিটি দুই কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। সংগ্রহকৃত টাকা দিয়ে দুই সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পাওয়ার প্লান্ট স্থাপন, ব্যাংকঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে ডরিন পাওয়ার।

২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে, ডরিন পাওয়ারের শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা। আর কোম্পানিটির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা।
 
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিএসইসির ৫৬০তম সভায় ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) দেয়া হয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এসআই/জেএইচ/আরআইপি