ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

১০ শতাংশ লভ্যাংশ দেবে ডিএসই

প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১২ মার্চ ২০১৬

প্রথমবারের মতো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেকহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। ২০১৪-১৫ সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ঘোষিত লভ্যাংশ ট্রেকহোল্ডারদের অনুমোদনের জন্য ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।

ট্রেকহোল্ডাররা এ লভ্যাংশ অনুমোদন দিলে প্রত্যেকে ৭২ লাখ টাকা করে পাবেন। তবে এই লভ্যাংশ থেকে ২০ শতাংশ ট্যাক্স বাবদ সরকারকে দিতে হবে ১৪ লাখ ৪০ হাজার টাকা। আর ট্রেকহোল্ডাররা পাবেন ৫৭ লাখ ৬০ হাজার টাকা।

আলোচিত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা।

এসআই/বিএ