ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল প্রাণ-আরএফএলের ৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৭ জুন ২০২৩

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের তিনটি শিল্পপ্রতিষ্ঠান। শনিবার (১৭ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান ৩টিকে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

jagonews24

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

আরও পড়ুন>জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পাচ্ছে ৩৯ প্রতিষ্ঠান 

jagonews24

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার ছয়টি ক্যাটাগরিতে ৩৯টি প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করেছে।

এরমধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপ্রতিষ্ঠান রয়েছে তিনটি।

jagonews24

এগ্রোপ্রসেসিং শিল্পে প্রাণ ডেইরি, প্লাস্টিকে অলপ্লাস্ট বাংলাদেশ এবং প্রকৌশল শিল্পে গঙ্গা ফাউন্ড্রি লিমিটেড পুরস্কার পেয়েছে।

এনএইচ/এসএনআর/জিকেএস