সূচকের সঙ্গে লেনদেনও পতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক পতন ধারায় লেনদেন শেষ হয়েছে।এদিন উভয় বাজারে সূচকের সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।পাশাপাশি লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দরপতন অব্যাহত রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের।
ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা কম। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৭৭ পয়েন্টে, সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে ১২ হাজার ৫০৪ পয়েন্টে, সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৮৭ পয়েন্টে এবং সিএসআই সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ২২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৮৩টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ টাকা।
এসআই/এসকেডি/আরআইপি