ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

গাজীপুরে পোশাকশ্রমিক নেতা হত্যার ঘটনায় বিজিএমইএর শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৭ জুন ২০২৩

গাজীপুরে মো. শহিদুল ইসলাম (৪৫) নামে এক পোশাকশ্রমিক নেতা হত্যার ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানায় সংগঠনটি।

শোক বার্তায় বলা হয়, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম গত ২৫ জুন টঙ্গীর বাগানবাড়ি এলাকায় নিহত হওয়ার ঘটনায় বিজিএমইএ গভীরভাবে শোকাহত। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ফারুক হাসান বলেন, পোশাকশিল্পে শ্রমিক ভাইবোনদের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিএমইএ সভাপতি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারকে অনুরোধ জানিনান।

আরও পড়ুন: গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় শ্রমিক নেতা নিহত

জানা গেছে, প্রিন্স জেকার্স সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের চলতি মাসসহ দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া ঈদের বোনাসও দেওয়া হয়নি। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। শ্রমিক পক্ষে থেকে শহিদুল ইসলাম মালিক পক্ষের সঙ্গে কথা বলছিলেন।

রোববার শ্রমিকদের বকেয়া এবং ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু সারাদিন অপেক্ষা করিয়ে বেতন বোনাস তারা দেয়নি। রাত ৯টার দিকে শহিদুলসহ তিনজন কারখানা থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে দাঁড়ালে ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এসময় তারা তিনজন গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুরের তারগাছ এলাকার তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

ইএআর/বিএ/এএসএম